পবিত্রতা - (জীবন সাধনার পথে)

    জীবন গঠনের জন্য চাই পবিত্রতা - পরিপূর্ণ পবিত্রতা। সৰ্ব্বদা সৰ্ব্বতোভাবে দেহমন- প্রাণের পবিত্রতা রক্ষা করিতে হইবে, চিন্তা, বাক্য ও কার্যে সম্পূর্ণ নিষ্কলুষ হইতে হইবে । 

    পবিত্রতাই মানুষের প্রকৃত জীবন, পবিত্রতাই মানব চরিত্রের যথার্থ ভূষণ, পবিত্রতাই সত্যিকার শান্তি ও আনন্দ ; পরিপূর্ণ পবিত্রতার ভিতরেই মানুষের যাবতীয় শক্তিসামর্থ্য, বলবীর্য্য, সৌন্দৰ্য্য ও মাধুর্য্য বিদ্যমান । সুতরাং জীবন পণ করিয়া এই মহান পবিত্রতা- সাধন-ব্রত পালন কর। ধৌত বস্ত্রের মত নিষ্কলঙ্ক হও, শারদ প্রভাতের সদ্যবিকশিত শেফালির মত নির্মূল, সুগন্ধি, মনোরম ও সুমনোহর হইয়া সমগ্র দিগদেশ তোমার পবিত্র ও মধুরভাবে আমোদিত করিয়া তোল । 

        সর্ব্বদা জপ কর পবিত্রতা পবিত্রতা, চিন্তা কর পবিত্রতা পবিত্রতা, ধ্যান কর পবিত্রতা পবিত্রতা। এমনি করিয়া নিজের অন্তরে বাহিরে, নিজের চতুর্দিকে এক মহাপবিত্র আবহাওয়া, একটা বিশুদ্ধ পরিবেশ সৃষ্টি কর ; আর সর্ব্বদা তাহার মধ্যে অবস্থান করিয়া পারিপার্শ্বিক পঙ্কিলতার আক্রমণ হইতে নিজেকে মুক্ত রাখ। 

        যখন যেখানে যাইবে, তোমার সঙ্গে সঙ্গে একটা পবিত্র পরিশুল, একটা পবিত্র আবহাওয়া বহন করিয়া লইয়া যাইবে । যখন যা কিছু করিবে, এই পবিত্র পরিবেশের ভিতরে থাকিয়া করিবে; তোমার পবিত্রতার প্রভাবে বাহিরের চতুষ্পার্শ্বস্থ পঙ্কিল আবহাওয়া ও মালিন্যকে (পবিত্রতায়) রূপান্তরিত করিয়া তোমার নিকট হইতে সর্ব্বদা চতুর্দিকে একটা প্রবল পবিত্র ভাবপ্ৰবাহ প্রবাহিত করিতে চেষ্টা করিবে। 

        সর্ব্বদা পবিত্র চিন্তা কর, পবিত্র ভাবনা ভাব, পবিত্র কথা বল, পবিত্র বস্তু দর্শন কর, পবিত্র বিষয় শ্রবণ ও অধ্যয়ন কর, পবিত্র সঙ্গ কর, পবিত্র স্থানে বসবাস কর। পবিত্র জিনিষ গ্রহণ ও পবিত্র খাদ্য আহার কর। এমনিভাবে অন্তরে বাহিরে সর্ব্বদা সর্বত্র পবিত্রতার সাধনায় নিমগ্ন থাকিয়া যখন তুমি পবিত্রতার  জ্বলন্ত-জীবন্ত প্রতিমূৰ্ত্তি হইতে পারিবে, সর্ব প্রকার মালিন্য ও পঙ্কিলতা যখন বিস্মৃতির অতল তলে নিমজ্জিত হইয়া তোমার নিকট কল্পনারও অতীত হইয়া যাইবে, তখন সেই মহা শুভমুহূর্তে তোমার সেই পবিত্র হৃদয়ে পবিত্রতাঘনবিগ্ৰহ নিষ্কল নিৰ্ম্মল শ্রীভগবান পূর্ণজ্যোতিতে ভাতিয়া উঠিবেন ৷ 

Post a Comment

0 Comments